যশোর অভয়নগর সিদ্দিপাশা কৃষক দলের সাধারণ সম্পাদক মৎস্য ব্যবসায়ীর মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার চেষ্টা

মোঃ শহিদুল ইসলাম প্রকাশিত: ৪ আগস্ট , ২০২৫ ১৭:০০ আপডেট: ৪ আগস্ট , ২০২৫ ১৭:০০ পিএম
যশোর অভয়নগর সিদ্দিপাশা কৃষক দলের সাধারণ  সম্পাদক মৎস্য ব্যবসায়ীর মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার চেষ্টা

যশোর জেলার অভয়নগর উপজেলার সিদ্দিপাশা কৃষক দলের সাধারণ সম্পাদক হিরন শিকদার (৩৬) কে  মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে প্রতিপক্ষ। রাতের আঁধারে নদী সাঁতরে পাড়ি দিয়ে খুলনার দিঘলিয়ায় এসে প্রাণে রক্ষা পেয়েছে।

যৌথবাহিনী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, যশোর জেলার অভয়নগর উপজেলার সিদ্দিপাশা কৃষক দলের সাধারণ সম্পাদক ও মৎস্য ব্যবসায়ী চন্দ্রপুর গ্ৰামের মোস্তফা শিকদারের পুত্র হিরন শিকদারকে ৩ আগষ্ট গভীর রাতে বিএনপি দলীয় কার্যালয় হতে মিটিং শেষে বাড়ি ফেরার পথে নোলামারা সুইচগেটর দক্ষিণ পার্শ্বে পৌঁছালে প্রতিপক্ষ পাকা রাস্তার উপর গাছ ফেলে মোটর সাইকেলের গতিরোধ করে। 
ঘটনার সময় উপস্থিত ছিলেন অভয়নগর থানা কমিটির সভাপতি মতি ফারাজী, ইউনিয়ন সভাপতি আকবর আলী খান, সাবেক চেয়ারম্যান সরো ফরাজী এবং তার চাচা কামরুল ফারাজীর ছেলে রফিকুল ফারাজীসহ অজ্ঞাত ১০-১৫ জন ব্যক্তি তার উপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে। এ সময় তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে মাথায় গুরুতর জখম হয় এবং সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে তার কপালে পিস্তল ঠেকিয়ে গুলি করার সময় সন্ত্রাসীদের ধাক্কা দিয়ে দৌড়ে পাশ্ববর্তী পানের বরোজে অবস্থান নেন। সুযোগ বুঝে নদীতে সাঁতার দিয়ে খুলনার দিঘলিয়া উপজেলার নন্দনপ্রতাপ গ্রামে এসে পৌঁছালে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। 
এসময় কর্তব্যরত চিকিৎসক  প্রাথমিক চিকিৎসা  প্রদান করেন। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায়  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

উল্লেখ্য, হিরন শিকদারকে হত্যার চেষ্টার 
 বিষয়টি দিঘলিয়া থানার মাধ্যমে অভয়নগর থানায় অবগত করা হয়েছে। অভয়নগর থানা পুলিশ তদন্ত সাপেক্ষে  আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo