বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে০১ সেপ্টেম্বর রবিবার ,সকাল ১০ টায় রাঙ্গুনিয়াস্থ জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থল জিয়ানগরে শ্রদ্ধা নিবেদন ও ফুলেল শুভেচ্ছা জানান রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সরফভাটা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনি।
এসময় সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইউনুস, মাহবুব,আব্দুল মান্নান, আহমেদ, শফিক, মনসুর, হাবিব, বাবুল, রফিকুল ইসলাম, নূর মোহাম্মদ, ওবায়দুল্লাহ, আবুল বায়ান, মোজাহের, মান্নান,জালাল সহ ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত একাধিক নেতৃবৃন্ধ।
বক্তারা বলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে।আবারো গণতন্ত্রের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আবারও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্টিত হবে।