বরিশালের বানারীপাড়ায় উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান- প্রযুক্তি ও শিল্প গবেষনা পরিষদের উদ্দ্যোগে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারনশীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে
বরিশালের বানারীপাড়ায় উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান- প্রযুক্তি ও শিল্প গবেষনা পরিষদের উদ্দ্যোগে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারনশীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং বিজ্ঞান-প্রযুক্তি ও শিল্প গবেষনা পরিষদের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বায়েজিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্য্যালয়ের নাজির মো: মতিউর রহমানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ন সচিব (প্রশাসন) শাওগাতুল আলম।সেমিনারে বাংলাদেশ বিজ্ঞা-প্রযুক্তি ও শিল্প গবেষনা পরিষদের উদ্ভাভিত বায়োগ্যাস,পরিবেশ বান্দ্বব উন্নত মানের চুলা সহ বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেন পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার উম্মে শারমিন আক্তার,সাইন্টিফিক অফিসার মো: নাসির আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফখরুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাহফুজুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা বিথিকা রানী সেন, বানারীপাড় প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মাষ্টার মো: সাইদুল ইসলাম,বিএনপি নেতা মাসুম সরদার, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন,ইলিয়াস শেখ, সাংবাদিক মোঘল শাফকাত শুভ, মাইদুল ইসলাম সফিক, সাব্বির হোসেন, নুরুজ্জামান পলাশ প্রমুখ। সেমিনারে বানারীপাড়ার চাখার সরকারী ফজলুল হক কলেজ, সরকারী ইউনিয়ন ইন্সটিটিউশন পাইলট ও বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আলাদাভাবে বিভিন্ন ষ্টলে স্থানীয়ভাবে তাদের উদ্ভাভিত বৈজ্ঞানিক উপস্থাপনা তুলে ধরেন।