বাকৃবিতে একক কম্বাইন্ড ডিগ্রির দাবি, উপাচার্যসহ শিক্ষকদের অবরুদ্ধ করলো আন্দোলনকারী শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩১ আগস্ট , ২০২৫ ১৮:১৬ আপডেট: ৩১ আগস্ট , ২০২৫ ১৮:১৬ পিএম
বাকৃবিতে একক কম্বাইন্ড ডিগ্রির দাবি, উপাচার্যসহ শিক্ষকদের অবরুদ্ধ করলো আন্দোলনকারী শিক্ষার্থীরা
কৃবির উপাচার্যসহ একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত শিক্ষকগণ অবরুদ্ধ /বাকৃবিতে একক কম্বাইন্ড ডিগ্রির দাবি, উপাচার্যসহ শিক্ষকদের অবরুদ্ধ করলো আন্দোলনকারী শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা উপাচার্যসহ একাডেমিক কাউন্সিলে উপস্থিত শিক্ষকবৃন্দকে অবরুদ্ধ করেছেন। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের আশানুরূপ না হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।রোববার (৩১ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ ঘটনা ঘটে।

সকাল ১১টায় কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের লক্ষ্যে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শুরু হয়। এর আগে সকাল ৯টা থেকেই দুই অনুষদের শিক্ষার্থীরা মিলনায়তনের আশেপাশে অবস্থান নেন। শিক্ষার্থীদের মূল দাবি ছিল- ‘এক পেশায় এক ডিগ্রি, কেবল কম্বাইন্ড ডিগ্রি।’তবে সভায় সিদ্ধান্ত হয়, পূর্বের মতো বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) এর পাশাপাশি কম্বাইন্ড ডিগ্রিও চালু থাকবে। শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে তাদের দীর্ঘ আন্দোলনের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক বলে অভিহিত করেন।ফলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা মিলনায়তনে উপাচার্যসহ উপস্থিত শিক্ষকদের তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখেন। শিক্ষার্থীদের দাবি- একক কম্বাইন্ড ডিগ্রি চালু করতে হবে। এই প্রতিবেদন লেখার সময়, বিকেল ৫টা ৪৫ মিনিটেও, শিক্ষকরা অবরুদ্ধ অবস্থায় আছেন বলে জানা যায়। এতে প্রায় ৫ ঘন্টা শিক্ষকরা মিলনায়তনে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।


এই বিভাগের আরোও খবর

Logo