পটুয়াখালীর গলাচিপায় গত ০৯ জুলাই ছাগল গাছ খেয়ে ফেলায় তা বলতে যাওয়ায় সন্ধ্যা ৭টার দিকে কোটখালি বাজারে জনসম্মুক্ষে ছুরি দিয়ে বুকে, পিঠে এবং মাথায় আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সুলতান খান, বাবুল খান ও মো. দুলাল খানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হয়। বাবুল খানের অবস্থা শোচনীয় হওয়ায় বরিশাল পাঠানো হলে সেখান থেকে ঢাকা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্বৃত্তরা হলেন মো. সাইমুব খান, বাইজিদ খান, ইমাম খান, শান্ত খান। গলাচিপা অফিসার ইনচার্জ আসাদুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা সত্যতা ও পাওয়া গিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উভয়ই উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কোটখালি গ্রামের বাসিন্দা।