বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার রাতে নোয়াখালী চাটখিল উপজেলার হালিমা দীঘির পাড়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিএনপি নেতা মো: মিজানুর রহমান টুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সাবেক এমপি এডভোকেট সালাউদ্দিন কামরান।
সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা শামসুদ্দোহা, সৈয়দ সাইফুল আলম শিমুল ও স্বেচ্ছাসেবক দলের নেতা ইউসুফ রানা প্রমূখ। সভায় প্রধান অতিথি এডভোকেট সালাউদ্দিন কামরান বলেন, কিছু সন্ত্রাসী চাঁদাবাজ বিএনপি নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করছে এই ব্যাপারে আপনারা দলের সবাই সর্তক থাকতে হবে। চাঁদাবাজি দখল বাজি দলের কেউ করলে তাকে ছাড় দেওয়া হবেনা। তিনি আগামী সংসদ নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
সভা পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাসাস জেলা সহ-সভাপতি বেল্লাল শাহ। সভা শেষে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।