নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন, নেতৃত্বে নূতন মুখ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ এপ্রিল , ২০২৫ ১৩:৪৫ আপডেট: ২০ এপ্রিল , ২০২৫ ১৩:৪৫ পিএম
নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন, নেতৃত্বে নূতন মুখ

নরসিংদীতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নরসিংদী ডায়াবেটিক সমিতির ২০২৫-২৮ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচন। শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ। ১৭টি পদের মধ্যে ১৫টি পদে ভোট অনুষ্ঠিত হয়, বাকী ২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সহ-সভাপতি পদে ৩টি আসনের বিপরীতে ৮ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সম্পাদক পদে ৪ জন এবং নির্বাহী সদস্য পদে ৯টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সাংগঠনিক সম্পাদক পদে হারুন অর রশিদ এবং কোষাধ্যক্ষ পদে দুলাল মোল্লা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোটগ্রহণ শেষে ফলাফল অনুযায়ী (আবু সালেহ চৌধুরী ও নুরুল আমিন পরিষদ) থেকে ৩ জনই সহ-সভাপতি পদে নির্বাচিত হন। আবু ছালেহ চৌধুরী (১০০), চৌধুরী মো. ইয়াহিয়া (৯২) ও পরেশ সূত্রধর (৮৭) ভোটে সহ-সভাপতি নির্বাচিত হন। এ দিকে নির্বাচনের ফলাফল অনুযায়ী (আবু সালেহ চৌধুরী ও নুরুল আমিন পরিষদ) থেকে সাধারণ সম্পাদক হিসেবে মো. নূরুল আমিন (১০৩) ভোটে নির্বাচিত হন। অন্য দিকে যুগ্ম সাধারণ সম্পাদকে (আবু সালেহ চৌধুরী ও নুরুল আমিন পরিষদ) থেকে মো. নাজমুল হক ভূঁইয়া (১০৩) ও (ডাঃ হাসান আল জামী ও আমিনুল হক বাচ্চু পরিষদ) থেকে মলয় কুমার বর্মণ (৯২) ভোটে নির্বাচিত হন। নির্বাহী সদস্য পদে (ডাঃ হাসান আল জামী ও আমিনুল হক বাচ্চু পরিষদ) থেকে এম. এ বাশার বাচ্চু (১১১), মো. কাজিম উদ্দিন (১০৭), আ. বাছেদ মিয়া (১০০), মো. রাসেল বিন হাসানাত (৯৭) ও (আবু সালেহ চৌধুরী ও নুরুল আমিন পরিষদ) থেকে স্বপন কুমার সাহা (১০৩), সলিমুল্লাহ ভূঁইয়া (৯৩), মো. আজহার উদ্দিন (৮৯), মো. মাসুদুর রহমান মাসুদ (৮৯) ও শংকর লাল সাহা (৮৮) নির্বাচিত হন। নির্বাচন চলাকালীন প্রার্থীদের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এদিকে নতুন নেতৃত্বের কাছে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রত্যাশা জানিয়েছেন সাধারণ সদস্যরা।

এই বিভাগের আরোও খবর

Logo