রাজশাহীর তানোর উপজেলার তানোর থানার মোড় এলাকায় সোমবার দিবাগত রাতে ঘটে গেল এক মর্মান্তিক অগ্নিকাণ্ড।
রাজশাহীর তানোর উপজেলার তানোর থানার মোড় এলাকায় সোমবার দিবাগত রাতে ঘটে গেল এক মর্মান্তিক অগ্নিকাণ্ড। রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে সোনালী ব্যাংকের নিচে অবস্থিত জনপ্রিয় ফার্মেসী “মোঃ আলাল চৌধুরীর ফার্মেসী”-তে হঠাৎ আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। আগুনে সম্পূর্ণ দোকানটি পুড়ে ছাই হয়ে যায়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, আগুন লাগার সময় বিকট শব্দ ও ধোঁয়া দেখে তারা তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ফার্মেসির সমস্ত মালামাল পুড়ে যায়। ফার্মেসির মালিক মোঃ আলাল চৌধুরী জানান,আমার দোকানে আনুমানিক ১৫ থেকে ২০ লক্ষ টাকার ওষুধ ও সামগ্রী মজুদ ছিল। সবকিছু পুড়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। ভুক্তভোগী আলাল চৌধুরী স্থানীয় প্রশাসন ও সরকারদপ্তরের নিকট দ্রুত সহযোগিতা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। তিনি বলেন,আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি। সরকারের পক্ষ থেকে যদি দ্রুত আর্থিক সহায়তা না পাই, তাহলে পরিবার চালানো ও ব্যবসা পুনরুদ্ধার করা অসম্ভব হয়ে পড়বে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে সচেতন মহল। একটি স্বাধীন তদন্ত ও জরুরি সহায়তা কার্যক্রম দাবি করা হয়েছে। আপনার পাশে আমরা আছি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারটির পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।