রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ করেছেনরাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট শিল্পপতি, জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য ও বিএনপি নেতা এডভোকেট সুলতানুল ইসলাম তারেক।
শনিবার (১৯এপ্রিল) বিকেল ৫টা থেকে তানোর থানা মোড় থেকে গণসংযোগের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। এরপর পর্যায়ক্রমে তালন্দ ইউনিয়নের মোহর গ্রামের ঘোড়াডুবি মোড়, দেবিপুর মোড়সহ আশপাশের এলাকাগুলোতে তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। প্রতিটি মানুষের হাতে তিনি তুলে দেন তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট।ঘোড়াডুবি মোড়ে আসরের নামাজ আদায় শেষে তিনি পাঁচন্দর ইউনিয়নের কৃঞ্চপুর হাট এবং কয়েল হাটে গণসংযোগ অব্যাহত রাখেন। মাগরিবের নামাজের পর তিনি ইলামদহী বাজার, নারায়নপুর মোড়, লালপুর বাজার হয়ে রাতের শেষ প্রান্তে পৌঁছান বেলপুকুরিয়া গ্রামে। সেখানে এক ইসলামী জালসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন তিনিগণসংযোগকালে তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জানান, “মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ৩১ দফা কর্মসূচি। এডভোকেট সুলতানুল ইসলাম তারেক ভাইয়ের নেতৃত্বে আমাদের এই কর্মসূচি প্রতিটি গ্রামগঞ্জে পৌঁছে দেওয়া হচ্ছে।”এসময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন জায়গায় পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়।
স্থানীয়দের মধ্যে গণসংযোগকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। তৃণমূল পর্যায়ে বিএনপির এই সাংগঠনিক তৎপরতা আগামী নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।