তলিয়ে গেছে ভাটপাড়া প্রাইমারি ও বালিকা বিদ্যালয়ের মাঠ

মোঃআমিনুর রহমান প্রকাশিত: ১৬ জুলাই , ২০২৫ ১৭:৪৫ আপডেট: ১৬ জুলাই , ২০২৫ ১৭:৪৫ পিএম
তলিয়ে গেছে  ভাটপাড়া প্রাইমারি  ও বালিকা বিদ্যালয়ের মাঠ
যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মধ্যে ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয় একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান।

যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মধ্যে ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়  একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি সৃষ্টির শুরু থেকেই পাবলিক পরীক্ষায় ফলাফলের দিক দিয়ে বেশ ভালো ফলাফল করে। অত্যন্ত মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে প্রতিবছর বৃষ্টি হলে মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। প্রায় হাঁটু পর্যন্ত পানি মাড়িয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিত হতে হয়। এতে দেখা যায় নানা বিপর্যয়। পোশাক ভিজে যায়, অনেকের বই খাতা ও হাত থেকে পড়ে গিয়ে নষ্ট হয়। ছেলেমেয়ের পা পিছলে পানিতে পড়ে গিয়ে ক্লাস করার অনুপোযোগী হয়ে পড়ে বাড়িতে ফিরে যায়। এ সময় বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি অনেক সময় শূন্যের কোটায় নেমে আসে। বিদ্যালয়ের পূর্ব পাশ দিয়ে ছোট একটি খাল মরহুম জহর আলী বিশ্বাসের জমি পর্যন্ত বিস্তৃত ছিল। সেখান থেকে পানি ভৈরব নদে গিয়ে পড়ত। কিন্তু ওই জমিতে ভাটপাড়া ইকোপার্ক সৃষ্টি হওয়ার পর থেকে পানি প্রবাহ  বন্ধ হয়ে যায়। বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ থেকে প্রকল্প বরাদ্দ দিয়ে ড্রেন নির্মাণ করা হলেও তা কোনো কাজে আসেনি।ফলে অতিরিক্ত বৃষ্টির পানি এইভাবে জলাবদ্ধতা সৃষ্টি করে। সম্প্রতি একটানা ১০-১২ দিন বৃষ্টি হওয়ার ফলে বিদ্যালয়ের মাঠে এমনকি স্কুলের ভবনের বারান্দায় পানি ওঠার উপক্রম হয়েছে। যার কারণে পড়াশুনোর দারুন ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সেলিম রেজা বলেন, আমরা স্থায়ী জ্বলাবদ্ধতা নিরসণের এর জন্য ডিসি অফিস থেকে বরাদ্দ আনার চেষ্টা করছি। এ প্রসঙ্গে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান বলেন,ভাটপাড়া  বালিকা বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনের জন্য ডিসি মহোদয়ের প্রতিনিধি এসি শরিফুল ইসলাম এর সাথে কথা হয়েছে, আমরা শীঘ্রই একটি বরাদ্দ দিয়ে সুন্দর একটা ড্রেনের ব্যবস্থা ভৈরব নদীর সাথে মিশিয়ে দিব এবং ডিসি মহোদয়ের প্রতিনিধি  আমাদেরকে আশ্বস্ত করেছেন। খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব।  

এই বিভাগের আরোও খবর

Logo