নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম শামীম (৩৭) নিখোঁজের তিন(৩) দিন পর তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার ।শনিবার (৫জুলাই) আনুমানিক রাত ৮টা ২০ মিনিটের দিকে গন্ডা ইউনিয়নের গৈচাশিয়া ও মনকান্দা গ্রামের ব্রিজের নিচ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয় ।জানা যায়, মোটরসাইকেলটি প্রথমে স্থানীয়দের নজরে আসে । পরে খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ উদ্ধার করে নিয়ে যায় থানায় । পরিবারের ধারণা, রফিকুল ইসলাম শামীমকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করা হয়েছে ।এ বিষয়ে কেন্দুয়া থানার এসআই মোঃ নজরুল ইসলাম মুঠোফোনে জানান, স্থানীয় সূত্রে খবর পেয়ে মোটরসাইকেল উদ্ধার করে থানায় পাঠিয়েছি । তবে চাবি পাওয়া যায় নি । তিনি আরো বলেন, অন্য কোন আলামত পাওয়া যায় নি । উল্লেখ্য গত ৩জুলাই কেন্দুয়া থানায় এ বিষয়ে একটি জিডিও করেন তার বড় ভাই মোঃ সাইফুল ইসলাম (৩৯) । এতে উল্লেখ করা হয়, গত ২জুলাই রাত সাড়ে এগারোটায় গন্ডা ইউনিয়নের পাহাড়পুর এলাকা থেকে আমার ভাই নিখোঁজ হয় ।