বিগত ৫৪ বছর যাবৎ যারা এদেশের সম্পদ
লুট করেছে তারা কখনো দেশ প্রেমিক নয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, সীরাতে রাসূলের (সঃ) আলোকে আমাদের এ সমাজকে গড়তে হবে। আগামীতে নেককার মুত্তাকী মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে হবে। বিগত ৫৪ বছর যাবৎ এদেশের সম্পদ লুট হয়েছে। যারা সম্পদ লুট করেছে তারা কখনো দেশ প্রেমিক নয়। যারা পালিয়েছে তারা কখনো দেশ প্রেমিক নয়। দ্বীনের স্বার্থে বাংলাদেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সীরাতে রাসূলের আলোকে আমাদের সমাজকে সাজাতে হবে।
বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে আজিমুশশান মিলাদুন্নবী (সঃ) মাহফিল আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ চত্বরে সোমবার দুপুর ২টা থেকে অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদুন্নবী (সঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের সভাপতি বায়তুশ শরফ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ মোহাম্মদ আবু নোমানের সভাপতিত্বে এবং মাওলানা মোহছেন আল হুসাইনী ও মাওলানা ইরফানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আজিমুশশান মিলাদুন্নবী(সঃ) মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন আওলাদে রাসূল (সঃ), ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর (সদস্য) ও আন্দরকিল্লাহ জামে মসজিদের খতিব আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী, প্রধান আলোচক ছিলেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল-আমিন।
এছাড়াও উক্ত মাহফিলে অতিথি হিসেব বক্তব্য রাখেন, আইআইউসির সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, রাহবায়ে বায়তুশ শরফ হযরত মাওলানা আব্দুল হাই নদভী, শেখেরখীলের পীর হযরত মাওলানা মুহাম্মদ ইসহাক, গারংগিয়া পীর হযরত মাওলানা মাওলানা আনোয়ারুল হক, মাওলানা তাজুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের, মাওলানা এটিএম তাহের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ স ম আব্দুল মান্নান চৌধুরী, চুনতীর পীর মাওলানা মুহাম্মদ হাফিজুল হক নিজামী, দারুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস শাহজাহাদা মাওলানা মনিরুল মান্নান, হাফেজ মাওলানা মুহাম্মদ ইসহাক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মাওলানা নেজাম উদ্দিন, আইআইউসির প্রফেসর ড. বি. এম মুফিজুর রহমান, আজহারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মাওলানা আহমদ আলী, মুহাদ্দিস হযরত মাওলানা আহমদুর রহমান, মাওলানা হারুনুর রশীদ(চরকানাই পটিয়া), মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, ড. মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী, মাওলানা হাফেজ মুহাম্মদ শাহ আলম, মাওলানা মমতাজুর রহমান, মাওলানা অধ্যক্ষ মিঞা মোহাম্মদ হোসাইন শরীফ, মাওলানা শরীয়ত উল্লাহ জিহাদী, মাওলনা মহি উদ্দিন মাহবুব প্রমুখ। এছাড়াও মাহফিলে আরও দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদগণ আলোচনা করেন। মাহফিলে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন আওলাদে রাসূল (সঃ), ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর (সদস্য) ও আন্দরকিল্লাহ জামে মসজিদের খতিব আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী।