হরিপুর উপজেলা প্রতিনিধি
বৃহস্পতিবার (২২শে আগস্ট) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা চত্বরের মেইন গেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতাসহ হরিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ ও এলাকার সুধীজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতা মো,সুমন ও দুলাল পারভেজ বক্তব্যে বিভিন্ন দপ্তরের দূর্নীতির চিত্র তুলে ধরেন।
মো,নওসাদ আলীর পাঁচ ছেলে, আলিম মেজো ছিলো ও আলিমের বড় ভাই প্রায় চার থেকে পাঁচ বছর আগে পানিতে ডুবে মারা যায়। আলিম ব্যক্তিগত জীবনে বিবাহিত এক মেয়ে এবং এক ছেলে বাবা। আলিমের বৃদ্ধ বাবা এখনো বেঁচে আছে ।
হরিপুর উপজেলার ঐতিহ্যবাহী যাদুরানি পশুর হাটে আবারও তৃতীয় দফায় অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ উঠে । যাদুরানি পশুর হাটে টোল আদায়ের মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলক থাকলেও কিন্তু হাটে কোথাও মূল্য তালিকা টাঙানো হয়নি। গরু প্রতি ২৩০ টাকা হারে টোল আদায় করার নিয়ম থাকলেও হাট ইজারাদার কোন কিছুর পরোয়া না করে খুশিমতো নিচ্ছে ৫০০ টাকা এবং ছাগলের ৯০ টাকা নেওয়ার নিয়ম থাকলেও নেওয়া হয়েছে ২০০ টাকা।
হরিপুর উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত নেতাকর্মীগন উপস্থিত হয়ে সকাল ১১:০০ ঘটিকায় দলীয় কার্যালয় হতে বাদ্যযন্ত্রসহ র্যালি শুরু হয়ে হরিপুর সদর উপজেলা প্রধান প্রধান সড়ক গুলোতে প্রদক্ষিণ করে এবং বঙ্গবন্ধুর মূরালে পুষ্পমাল্য অর্পণ করে দলীয় কার্যালয়ে এসে র্যালি শেষ হয় ।এরপরে শুরু হয় কেক কাটা আলোচনা সভা ও মিলাদ মাহফিল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হরিপুর উপজেলা আওয়ামী লীগ শাখার সহ-সভাপতি প্রভাষক মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলাম সরকার,বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা ও মোহাম্মদ আনিসুজ্জামান শান্ত জেলা সদস্য হরিপুর-ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার সোমবার (২৪/০৬/২০২৪ ইং) সকাল ১১:০০ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আরিফুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হরিপুর-ঠাকুরগাঁও। পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় উক্ত অনুষ্ঠানের কর্মসূচি।
নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আলমগীর কবীর চৌধুরী(ছাতা) সহকারি প্রধান শিক্ষক ধীরগঞ্জ উচ্চ বিদ্যালয় পেয়েছেন ২৫৮ ভোট। অন্যান্য পদে সমবায় সমিতির বিধিমালা ২০০৪ এর বিধি ৩২ উপ-বিধি-১ মোতাবেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোছাম্মৎ মুনিরা বেগম (ভাইস চেয়ারম্যান), মোহাম্মদ মোবারক হুসাইন কাদেরী (সাধারণ সম্পাদক), মোছাম্মৎ লাভলী আক্তার (ট্রেজারার), মোহাম্মদ মফিজুল ইসলাম কাদেরী (ডিরেক্টর), ও মোঃ নজরুল ইসলাম (ডিরেক্টর)।
পারিবারিক সুত্রে জানা যায় মৃত এনামুল হকের তিন মেয়ে ও একমাত্র ছেলে শফিকুল ইসলাম আয়ের একমাত্র ব্যক্তি ছিলেন।মৃত শফিকুল এর বাবা একবছর দুইমাস আগে ও কিছু দিন পূর্বে তার ফুফু এবং চাচাতো ভাই মারা গেছেন, আজ সেও পরপারে পাড়ি জমান।শফিকুল ইসলাম নিজের ঘরের মধ্যে কারেন্ট তার সংযোগের কাজ করছিল।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ঐতিহ্যবাহী যাদুরানি পশুর হাটে আবারও অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ উঠেছে । যাদুরানী হাটে টোল আদায়ের মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলক থাকলেও কিন্তু হাটে কোথাও মূল্য তালিকা টাঙানো হয়নি। (১১-৬-২০২৪ ইং) তারিখ মঙ্গলবার দুপুর ১২টার সময় সাপ্তাহিক যাদুরানি পশু হাটে সরেজমিনে গিয়ে আবারও দেখা যায়, গরুপ্রতি ২৩০ টাকা হারে টোল আদায় করার নিয়ম থাকলেও হাট ইজারাদার তার খুশিমতো নিচ্ছে ৫৫০ টাকা এবং ছাগলের ৯০ টাকা নেওয়ার নিয়ম থাকলেও নেওয়া হচ্ছিল ২০০ টাকা। এ বিষয়ে বশলগাঁও গ্রামের গরু ক্রেতা মসলিম বলেন, আমি গরু ক্রয় করেছি এবং আমার নিকট ৫৫০ টাকা নিয়েছে । বনগাঁও গ্রামের মজিবর বলেন, আমি একটি গরু কিনলাম আমারও নিকট ৫৫০ টাকা লেখাই নিলো। প্রতিবাদ করলাম, কিছু করতে পারি নাই।