লোহাগাড়া উপজেলা প্রতিনিধি
সাংবাদিকতার শুরু ২০২৩ সাল থেকে । আগ্রহের বিষয়: নিজ এলাকার সংবাদ সংগ্রহে কাজ করা ।
৫ আগস্ট (সোমবার) বিকেলে বিজয় উল্ল্যাসে অংশ নিয়েছিল আবদুল কাইয়ুম। বিজয় মিছিলের এক পর্যায়ে ঝাকোয়াবির পাড়া এলাকার স্ট্রোক করে মহাসড়কেই ঢলে পড়েন তিনি।আবদুল কাইয়ুম উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্কুলরোডের মৃত আবদুস শুক্কুরের পুত্র। সে উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য।
১০ জুলাই (বুধবার) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ বিদায়-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-সাতকানিয়া সংসদ সদস্য এমএ মোতালেব (সিআইপি)।
ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ ফরহাদুল আলম তার লিখিত বক্তব্যে জানান, আমি লোহাগাড়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড দয়ার পাড়ার স্থায়ী বাসিন্দা হই। পক্ষান্তরে মোহাম্মদ সাহাব উদ্দীন, মোঃ একরামুল হক, রওশন আক্তার, সর্ব পিতা: মৃত হাছি মিয়া, সর্ব সাং-দয়ার পাড়া, ১নং ওয়ার্ড, লোহাগাড়া, চট্টগ্রাম আমাদের প্রতিবেশি হয়।
ভুক্তভোগী যুবলীগ নেতা তৌহিদুল হক তার বক্তব্যে জানান, গত ২০ জুন (বৃহস্পতিবার) প্রবাসী স্ত্রী আনছার খানক কর্তৃক আমার নামে যে সংবাদ সম্মেলন করে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মূলত আমার সম্মানক্ষুন্ন করার জন্য কাহারো ইশারা ইঙ্গিতে এমন ষড়যন্ত্র করছে তারা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশী সূত্রে জানা যায় সন্ধ্যার পর থেকে বৃষ্টির কারনে মহাসড়ক পিচ্ছিল হয়ে পড়ে এতে করে লোহাগাড়া অভিমূখী মোটর সাইকেলটি ওভারটেকিং করতে গিয়ে মাইক্রোবাসের সাথে মূখোমূখী সংঘর্ষে মোটর সাইকেলে থাকা দুজন গুরুত্বর আহত হলে স্হানীয়রা উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুবাইরকে মৃত ঘোষনা করেন। অপর আরোহী মোহাম্মদ মাসুদ (২২)কে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্হার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
লোহাগাড়ায় শাশুড়ী ও ননদের অত্যাচারে এক গৃহবধূর আত্মহত্যা
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন পুলিশ পরিচয়ে সিএনজি অটোরিকশার চালক থেকে চাঁদা আদায় ও টাকা না দিয়ে ভয়ভীতি দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে কাঁঠাল, লিচু নিয়ে যাচ্ছিল। এমন আচরণ দেখে সন্দেহ হলে জনতা তাদের গাড়ি রোধ করেন।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে জনতার রোষানল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল বলেন,আমরা লোহাগাড়া ভূমি অফিসকে দালাল মুক্ত করতে কাজ করে যাচ্ছি। পূর্বে এনালগ নামজারি প্রচলিত ছিল এতে জনগণের ভোগান্তি হতো কিন্তু এখন নামজারি করতে হয় অনলাইনে, জনগণের ভোগান্তি কমাতে সেবা প্রার্থীদের কে ভূমি অফিসে বিভিন্ন সেবা কার্যক্রম প্রদান করে যাচ্ছি। তিনি আরও বলেন, পমাননীয় প্রধানমন্ত্রীর এদেশ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সরকারের স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক স্লোগান কে মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং ভূমি সংক্রান্ত সকল জটিলতা দূর করে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন ভূমি সেবা দিতে আমার উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর।আমাদের সবাইকে সচেতন হতে হবে। দালাল মুক্ত হতে হবে।আমরা বাঘ,ভাল্লুক না। আমরা কাউকে ভয় দেখায়না, মামলা দিইনা।ভূমি বিষয়ে সমাধান করে দেওয়া আমাদের কাজ। কোনো দালাল ধরা যাবে না। দালাল গোষ্ঠীকে অ্যাভয়েড করতে হবে। আপনারা কোনো দালালকে বিশ্বাস করবেন না। প্রয়োজনে সরাসরি আমার কাছে আসবেন।