নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. সুমাইয়া ইয়াকুব। পূর্বের কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথি বদলি হয়ে যাওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হন ডা. সুমাইয়া ইয়াকুব।
নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব গাজীপুর জেলার স্থায়ী নিবাসী এবং বিসিএস ৩৩ তম ব্যাচ এর একজন স্বনামধন্য কর্মকর্তা।গত ২৫ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।এর আগে তিনি গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এই চিকিৎসক সোনারগাঁওয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।গত ২৬ আগস্ট সোমবার সকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়ন আমার প্রধান লক্ষ্য। এজন্য আমি সকল কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সুশীল সমাজ ও উপজেলাবাসীর সহযোগিতা কামনা করছি। ডা. সুমাইয়া ইয়াকুব আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সোনারগাঁও স্বাস্থ্য বিভাগের কার্যক্রম আরও এগিয়ে যাবে। স্থানীয় স্বাস্থ্যকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, নতুন স্বাস্থ্য কর্মকর্তার যোগদান সোনারগাঁওয়ের জনগণের চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।পূর্বের কর্মস্হান গজারিয়া উপজেলায় যোগাযোগ করা হলে স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আনোয়ার হোসেন বলেন, ম্যাডাম এর ব্যবহার খুবই ভালো, ম্যাডাম সকলের সাথে হাসিমুখে কাজ সমাধান করে দিতেন। সবাইকে একটি পরিবারের মত মনে করতেন তিনি । রোগীদের সাথে বন্ধুসুলভ আচরণ ছিল উনার, প্রায় দু বছরের মত আমরা উনাকে পেয়েছি। ওনার ব্যবহারে আমরা সবাই মুগ্ধ।তিনি বলেন, একজন জনবান্ধব এবং কর্মীবান্ধব প্রশাসক ছিলেন। আমি আশা করি সোনারগাঁও উপজেলায়ও অতি অল্প সময়ে সকলের মন জয় করে নিবেন তিনি।