লালপুরে ফুটবল তুলতে গিয়ে পদ্মা নদীতে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ আগস্ট , ২০২৫ ১৮:২৩ আপডেট: ৩০ আগস্ট , ২০২৫ ১৮:২৩ পিএম
লালপুরে ফুটবল তুলতে গিয়ে পদ্মা নদীতে কিশোরের মৃত্যু

লালপুরের তিলকপুরে ফুটবল তুলতে গিয়ে পদ্মা নদীতে ডুবে কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার ( ৩০ আগষ্ট) লালপুরের ঈশ্বরদী ইউনিয়নের তিলকপুর পদ্মা নদীর পাশে বন্ধুদের সাথে ফুটবল খেলছিল আকাশ ( ১৫ ) , এসময় নদীতে ফুটবল পড়ে গেলে সে ফুটবল তুলতে লাফ দিলে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকাশ তিলকপুর গ্রামের শাহিনের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনজুর রহমান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ও লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo