রাজবাড়ী জেলার গোয়ালন্দে ইউএনওর সাঁড়াশি অভিযান ০৮ টি মাটি ভর্তি ট্রাক জব্দ

মোঃমজিবুর রহমান খান জুয়েল প্রকাশিত: ৮ মে , ২০২৫ ১৫:৫২ আপডেট: ৮ মে , ২০২৫ ১৫:৫২ পিএম
রাজবাড়ী জেলার গোয়ালন্দে ইউএনওর সাঁড়াশি  অভিযান ০৮ টি মাটি ভর্তি ট্রাক জব্দ

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান উপজেলার বিভিন্ন স্থানে  অভিযান চালিয়ে ৮ টি মাটি বাহী ট্রাক জব্দ, ৪ টি বাংলা ড্রেজিং মেশিন বিকল করেছে, দুটি মাটি কাটা ভেকু মেশিন বিকল করেছে, দুটি মাটির লীংক পাইপ বন্ধ করে দিয়েছেন। তাছাড়াও  উপজেলা কমপ্লেক্সের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে স্থাপিত বিআইডব্লিউটিসি’র ট্রাক ওয়েট স্কেলে অতিরিক্ত পণ্য (ওভারলোড) বোঝাই এর দায়ে ৯টি পণ্যবাহী ট্রাকের চালককে ২৬ হাজার টাকা জরিমানা করেছে  ভ্রাম্যমাণ আদালত। ট্রাকে অতিরিক্ত ওভারলোড পণ্য বোঝাই করে মহাসড়ক দিয়ে চলাচল করায় মহাসড়কটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে করে মহাসড়কের মাঝে খানাখন্দের সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রশাসন আরো কঠোর ভূমিকায় রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার এই শ্বাসরুদ্ধকর অভিযানকে অত্র উপজেলার সাধারণ মানুষ স্বাগত জানাচ্ছেন। 

সরেজমিন ঘুরে জানা গেছে, গত ৩ দিনে উপজেলার দৌলতদিয়া কলাবাগান এলাকা থেকে মাটির ট্রাক জব্দ সহ মাটি লীংক পাইপ বন্ধ করে দিয়েছে। উপজেলার গোধূলি বাজার এলাকায় রিয়াজউদ্দিন পাড়ায় একটি মাটির লীংক পাইপ বন্ধসহ  ট্রাক জব্দ। উপজেলার হাউলী কেউটিল এলাকায় মাটি লীংক পাইপ বন্ধ  করে দিয়েছেন। চারটি বাংলা ড্রেজিং মেশিনের ভেঙে বিকল করে দিয়েছেন ও দুটি ভেকু বিকল করে দিয়েছেন । উপজেলার সামনে  ট্রাক ওয়েট স্কেলের চরম অনিয়মের সংবাদে সেখানে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। ঢাকা খুলনা মহাসড়কের পাশে স্থাপিত ওয়েটস্কেলে ট্রাকগুলো পরিমাপ করতে আসলে অতিরিক্ত পণ্য পরিবহনের দায়ে ৯টি ট্রাক আটক করে তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮৫ ধারায় ট্রাক চালকদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান।

এসময় তিনি বাংলা ইন্ডিপেন্ডেট কে বলেন, এই উপজেলায় আমি যতদিন আছি উপজেলার কোন স্থানে অবৈধভাবে  মাটি কাটা, বালু উত্তোলন, ড্রেজিং মেশিন চালাতে দেব না। মহাসড়কে ট্রাকে নির্দিষ্ট পণ্য পরিবহন না করে যেসমস্ত চালকেরা অতিরিক্ত পণ্য পরিবহন করছে তাদেরকে গোয়ালন্দ উপজেলার সামনে স্থাপিত ওয়েটস্কেলে ট্রাকের পণ্য পরিমাপ করে ওভারলোড থাকার কারনে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হচ্ছে। তিনি আরও বলেন, সড়কে অতিরিক্ত পণ্য পরিবহন করলে সড়কের অবস্থা খারাপ হয়ে যায় এবং সড়কটি কাঠামোগতভাবে দুর্বল হয়ে পড়ে। সেই কারনেই ওভারলোড ট্রাকে জরিমানা করা হচ্ছে। তাছাড়া স্কেল থেকে একটি চক্র নামে বেনামে  ওভারলোড ট্রাক পার করছেন, যারা এই কাজের সাথে জড়িত তাদের তথ্য আমাদের কাছে আছে। তারা সতর্ক হোন। আপনারা এ কাজ থেকে বিরত থাকুন। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। 

এই বিভাগের আরোও খবর

Logo