মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নে আয়োজিত “শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে দাদশী রেলওয়ে মাঠে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় কাজীকান্দা কিশোর ক্লাব বনাম ভবদিয়া স্টার একাডেমি। জমজমাট এই খেলায় কাজীকান্দা কিশোর ক্লাব ৩-১ গোলে জয়লাভ করে। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য দর্শক, এবং তারা উৎসবমুখর পরিবেশে খেলাটি উপভোগ করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জেলা মনিটরিং কমিটির সভাপতি অধ্যক্ষ এ. বি. এম. মঞ্জুরুল আলম দুলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
দাদশী ইউপির সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন
জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান
দাদশী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোর্তুজা
সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন লিটন
দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ
বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিম মোল্লা
সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম নুরুন্নবী
খেলা পরিচালনা ও সার্বিক সমন্বয়ে ছিলেন:
অনন্ত সরকার, আশিকুর রহমান রাজিব, সাজ্জাদ, শফিকুল ইসলাম নিক্সন, রইচ উদ্দিন, রুবেল মাস্টার, সাগর, স্বাধীন, আনোয়ার ও মুগ্ধ।
সভাপতিত্ব করেন দাদশী সূর্য শিখা সংঘের সভাপতি মোতালেব হোসেন মোল্লা।
খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি ও নগদ ২০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি ও নগদ ১০ হাজার টাকা তুলে দেন অতিথিবৃন্দ।
উক্ত আয়োজনকে ঘিরে এলাকায় ছিল উৎসবের আমেজ। আয়োজকরা জানান, আগামী বছর আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।