নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা ৩নং ডমুরুয়া ইউনিয়নে গত রাত ২:০০ঘটিকা, রোজ মঙ্গলবার তারিখ ১৫ জুলাই, ২০২৫ইং যৌতবাহিনি আসামি আটক করেন।
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা ৩নং ডমুরুয়া ইউনিয়নে গত রাত ২:০০ঘটিকা, রোজ মঙ্গলবার তারিখ ১৫ জুলাই, ২০২৫ইং যৌতবাহিনি আসামি আটক করেন। সেনবাগ আর্মি ক্যাম্প কমান্ডার ,স্যার এর নেতৃত্বে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে, ০৩নং ডুমুরিয়া ইউনিয়ন, নালুয়া গ্রামে অভিযান পরিচালনা করে , ১৪পিচ ইয়াবা সহ, মাদক ব্যাবসায়ী , মো: বাদশা (৩০)কে আটক করেন এবং এবং পরবর্তীতে আইনি কার্যক্রমের জন্য সেনবাগ থানায় পুলিশ কাছে হস্তান্তর করেন।