নাটোরের বড়াইগ্রামে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল দশটায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশব্যাপী ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেয় সকল জেলা ও উপজেলা। তারই অংশ হিসেবে বড়াইগ্রাম উপজেলা অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়। এসময় ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে শপথ বাক্য পাঠ করা হয়।
শপথ গ্রহণ শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মাঝগাঁও ইউপি'র সাবেক চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম, বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, জুলাই যোদ্ধা মাহবুব হোসেন ও সাদিকুন্নাহার শান্তা প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই যোদ্ধা, সুধীজন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন স্তরের সুবিধা ভোগী নারী ও পুরুষ।