পাংশায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

সুজাত মোল্লা প্রকাশিত: ২৬ জুলাই , ২০২৫ ১৭:৩৭ আপডেট: ২৬ জুলাই , ২০২৫ ১৭:৩৭ পিএম
পাংশায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

রাজবাড়ীর পাংশা উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাদ বিশ্বাস (৩৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের কাশেম মহাজনের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের আশূরহাট গ্রামের হাজী শহিদ বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদ বিশ্বাস সকালে আশূরহাট থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। একই সময়ে বিপরীত দিক থেকে মৃগী ইউনিয়নের দিকে আরেকটি মোটরসাইকেল দ্রুতগতিতে আসছিল। ইটভাটার সামনের সড়কে পৌঁছালে উভয় চালক নিয়ন্ত্রণ হারালে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।এলাকাবাসী জানান, দুটি মোটরসাইকেলেরই গতি অনেক বেশি থাকায় সংঘর্ষটি ভয়াবহ ছিল। দুর্ঘটনায় সাদ বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে রেফার করেন। অ্যাম্বুলেন্সে করে রাজবাড়ী নেওয়ার পথে 'বাংলাদেশ হাট' এলাকায় পৌঁছালে মোটরসাইকেল আরোহী সাদের অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে পড়ে। তখন তাকে দ্রুত কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাহউদ্দীন  বলেন, "সকালে দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এই দুর্ঘটনায় সাদ বিশ্বাস নামে এক যুবক মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।" এই  ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরোও খবর

Logo