নিয়ামতপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

সবুজ সরকার প্রকাশিত: ২৯ এপ্রিল , ২০২৫ ১১:৩৩ আপডেট: ২৯ এপ্রিল , ২০২৫ ১১:৩৩ এএম
নিয়ামতপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৮ এপ্রিল) বিকেলে রসুলপুর ইউনিয়ন, ০৫ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে  চৌরাপাড়া সরকারি  প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নিয়ামতপুরউপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ আসনের  বিএনপির মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান।
সভাপতিত্ব করেন রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ইসাহাক আলী সরকার। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  মো. সাজ্জাদ আলী টিটু।  বিশেষ অতিথি ছিলেন রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আফাজ উদ্দীন, সাধারণ সম্পাদক  রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক
মো. আজমাল হোসেন; নিয়ামতপুর উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মো. নুহু আলম।

এই বিভাগের আরোও খবর

Logo