ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৭নং ওয়ার্ড আচারগাঁও নাথপাড়া গ্রামের মৃত আইন উদ্দিনের পুত্র মোঃ চান মিয়া এবং চান মিয়ার পুত্র মনসুর মিয়ার বাড়িতে গত শুক্রবার বিকালে ব্যাপক হামলা চালিয়ে দুইটি বসতঘর ঘুড়িয়ে দেয়া হয়েছে এবং হামলাকারীরা ব্যাপক ক্ষয়ক্ষতি সহ ২লাখ টাকার মালামাল লুটপাট করে নিযে যায়। নাথপাড়া গ্রামের চান মিয়ার পুত্র মনসুর মিয়া জানান, প্রতিপক্ষ একই গ্রামের পিতামৃত গফুর উদ্দিন ভূইঁয়ার পুত্র বাহার উদ্দিন ভূইঁয়া ও দুলন ভূইঁয়ার সাথে দীর্ঘদিন ধরে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলমান রয়েছে। বর্ণিত জায়গা জমি নিয়ে নান্দাইল সিনিয়র সহকারী জজ আদালতে .৩০ শতাংশ ভূমি নিয়ে ৬৫/২০২৫নং অন্য প্রকার মামলা চলমান রয়েছে। উক্ত জায়গায় দীর্ঘদিন ধরে চান মিয়া, মনসুর মিয়া বাড়ী ঘর নির্মাণ করে বসবাস করে আসছে। হামলাকারীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় এবং তাদের পরিবারে সরকারী চাকুরীজীবি থাকায় এই প্রভাব খাটিয়ে প্রকাশ্যে বিদালোকে ৫০/৬০জন ভাড়া করা লোকজন নিয়ে হামলা চালিয়ে বসত বাড়ী ভেঙ্গে চুরমার করে দেয়া হয়েছে এবং বাড়ীর সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যায়। বর্তমানে এলাকায় আতংকজনক অবস্থা বিরাজ করছে। বিষয়টি নিয়ে যে কোন সময় খুন, খারাবীর সম্ভাবনা রয়েছে। বিষয়টি প্রতি চান মিয়া, মনসুর মিয়া গং পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন। বাড়ীঘর হারিয়ে এখন চান মিয়া গং এলাকা ছাড়া অবস্থায় অসহায়ভাবে দিন যাপন করে যাচ্ছে। বাড়ীঘর হারা চান মিয়া, মনসুর মিয়া মানবাধিকার সংগঠনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।