শেরপুরের নকলা উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম–এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে নকলা উপজেলা পরিষদ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন—
উপজেলা আমীর মাওলানা গোলাম সারোয়ার, উপজেলা অফিস সম্পাদক মুফতী খাদীমুল ইসলাম, উপজেলা ও পৌর জামায়াতের সভাপতি মাওলানা শাহ আলম শাহজাহান, উপজেলা মিডিয়া ও প্রচার সম্পাদক ও সাংবাদিক রেজাউল হাসান সাফিত, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি মাওলানা হযরত আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লৎফর রহমান ফিরুজ, উপজেলা যুব বিভাগের সভাপতি আতিক আলমসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।সাক্ষাতে নবাগত ইউএনও মো. জাহাঙ্গীর আলম নকলাকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে সকল রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের সহযোগিতা কামনা করেন। তিনি বাল্যবিবাহ রোধসহ আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের ঐক্যবদ্ধ ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।জামায়াত নেতৃবৃন্দ ইউএনও সাহেবকে স্বাগত জানিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা ও গঠনমূলক ভূমিকা রাখার আশ্বাস দেন।