গতকাল সোমবার দুপুরের দিকে ইসমাইল তার দুই বন্ধুকে নিয়ে করতোয়া নদীর হাজির ঘাটে গোসলে নামেন।এক পর্যায়ে তিন বন্ধু সাঁতার কেটে নদীর এপার থেকে ওপারে যান।অন্যপাড় থেকে ফেরার সময় দুই বন্ধু ফিরে এলেও ইসমাইল নিখোঁজ হন।ইসমাইল নিখোঁজ এর খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস রংপুর বিভাগীয় ডুবুরি দলকে খবর দিলে তারা সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ করেন।
এরপর আজ মঙ্গলবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও বিভাগীয় ডুবুরী দল উদ্ধারকাজ চালায়।একপর্যায়ে করতোয়া নদীর হাজির ঘাটের পূর্ব দিকে তার মরদেহ ভেসে ওঠে।পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ইসমাইল ঘোড়াঘাট পৌর শহর কাদিমনগর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।ইসমাইল স্থানীয় একটি কারখানায় সীমানা বেষ্টনী তৈরীর কারিগর হিসেবে নিয়োজিত ছিলেন।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিস জানান, ইসমাইল নিখোঁজের খবর পেয়ে দুপুর থেকেই নদীতে উদ্ধার কাজ শুরু করেছি।গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায় না।আজ মঙ্গলবার আবারও উদ্ধার কাজ চালানো হয়।পরে স্থানীয়রা তার মরদেহ ভেসে উঠতে দেখতে পান।সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।