দাবির পক্ষে সরব নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ এপ্রিল , ২০২৫ ১১:৩৪ আপডেট: ২৩ এপ্রিল , ২০২৫ ১১:৩৪ এএম
দাবির পক্ষে সরব নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা ২২ এপ্রিল ২০২৫, সোমবার - সমান সুযোগ এবং পেশাগত বৈষম্য দূরীকরণের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ করেছে। বিশ্ববিদ্যালয়ের “চির উন্নত মম শির” চত্বরে আয়োজিত এ সমাবেশে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’ ব্যানারে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বক্তারা জানান, দেশে সরকারি প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলীরা দীর্ঘদিন ধরে নানা বৈষম্যের শিকার হয়ে আসছেন, যা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। বক্তৃতায় তারা উল্লেখ করেন, “সংবিধানের ১৫(খ), ১৯(১), ২০(১), ২৭, ২৮(১) ও ২৯(১) অনুচ্ছেদে যে সমতার কথা বলা হয়েছে, বাস্তব ক্ষেত্রে তা উপেক্ষিত।”

তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—

১. সহকারী প্রকৌশলী (Assistant Engineer) পদে মেধা ও লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ নিশ্চিত করে কোটাভিত্তিক নিয়োগ বাতিল করা।

২. সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (SAE) পদে বিএসসি ডিগ্রিধারীদের আবেদন করার সুযোগ প্রদান।

৩. “ইঞ্জিনিয়ার” পদবির সরকারি গেজেট বাস্তবায়ন এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ।

সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা আরও বলেন, “চার বছর ধরে প্রকৌশল শিক্ষায় নিয়োজিত থেকেও আমরা ন্যায্য স্বীকৃতি পাচ্ছি না। এই অবমূল্যায়ন শুধু ব্যক্তিগত ক্ষতিই নয়, দেশের অগ্রগতির পথেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।”

অনুষ্ঠান শেষে স্মারকলিপি উপাচার্যের দপ্তরে জমা দেওয়া হয়। শিক্ষার্থীদের এ কর্মসূচি সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি ভবিষ্যতে বৃহত্তর পর্যায়ে আলোচনার সূচনা করতে পারে।

এই বিভাগের আরোও খবর

Logo