তানোর পোস্ট অফিসে ১ কোটি ৯০ লাখ টাকার কেলেঙ্কারি পোস্টমাস্টার মোকসেদ আলীর বিরুদ্ধে আত্মসাতের অভিযোগে এলাকাবাসীর তালা, বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৯ জুলাই , ২০২৫ ১৬:১১ আপডেট: ৯ জুলাই , ২০২৫ ১৬:১১ পিএম
তানোর পোস্ট অফিসে ১ কোটি ৯০ লাখ টাকার কেলেঙ্কারি পোস্টমাস্টার মোকসেদ আলীর বিরুদ্ধে আত্মসাতের অভিযোগে এলাকাবাসীর তালা, বিক্ষোভ

রাজশাহীর তানোর উপজেলায় এক অভূতপূর্ব আর্থিক কেলেঙ্কারির ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। তানোর পোস্ট অফিসের পোস্টমাস্টার মোকসেদ আলীর বিরুদ্ধে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কুটিপাড়া ও আশপাশের এলাকার ক্ষতিগ্রস্ত গ্রাহকরা ক্ষোভে ফেটেপড়ে আজ
মঙ্গলবার( ৮জুলাই)সকাল ১০টা থেকে তানোর পোস্ট অফিসে তালা ঝুলিয়ে দেন। তারা ঘোষণা দিয়েছেন—"আত্মসাৎকৃত টাকা ফেরত না পাওয়া পর্যন্ত অফিস খুলতে দেওয়া হবে না।
স্থানীয় বাসিন্দা মুসলিম উদ্দিন  জানায়, দীর্ঘদিন ধরে তানোর পোস্ট অফিসের পোস্টমাস্টার মোকসেদ আলী বিভিন্ন সঞ্চয় স্কিম, ফিক্সড ডিপোজিট ও ডাক সঞ্চয় প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা তুলে নেন। প্রথমদিকে নিয়মমাফিক বইয়ে এন্ট্রি থাকলেও সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন গ্রাহক অর্থ উত্তোলনে গেলে তারা দেখতে পান—তাদের হিসাবে কোনো টাকা নেই, কিংবা জমার তথ্যই গায়েব। এভাবে শতাধিক গ্রাহকের নিকট থেকে দীর্ঘদিন ধরে প্রায় ১ কোটি ৯০ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই ঘটনার পর থেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ মানুষ। মঙ্গলবার সকালে কুটিপাড়া, থেকে বার মাইল, বিল্লীসহ আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ এসে পোস্ট অফিস ঘেরাও করে। পরে তারা মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। স্থানীয় এক ভুক্তভোগী কৃষক মো.আশরাফুল ইসলাম বলেন
আমার ৩ লাখ টাকা ছিল পোস্ট অফিসে। ১০ বছর ধরে জমিয়েছি মেয়ের বিয়ের জন্য। এখন বলছে কোনো হিসাব নেই। আমরা এর বিচার চাই, টাকা ফেরত চাই।
বিক্ষুব্ধ জনতা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছে। স্থানীয় সমাজকর্মী ও শিক্ষক মহল বলছেন, এটা শুধু অর্থনৈতিক অপরাধ নয়, এটা সাধারণ মানুষের আস্থার উপরে চরম আঘাত। দ্রুত তদন্ত করে অভিযুক্ত পোস্টমাস্টার মোকসেদ আলীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।
তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান  জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট উর্ধ্বতন ডাক বিভাগকেও বিষয়টি জানানো হয়েছে। রাজশাহী বিভাগীয় ডাক বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন। দোষী প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযোগের মুখে পোস্টমাস্টার মোকসেদ আলী পলাতক রয়েছেন বলে জানা গেছে। ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অনেকেই আশঙ্কা করছেন, তিনি হয়তো এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।
তানোর পোস্ট অফিসে এই ধরনের আর্থিক কেলেঙ্কারি শুধু এলাকার মানুষের অর্থনৈতিক ক্ষতিই নয়, ডাক বিভাগের ওপর সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসকে ভেঙে দিয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের উচিত দ্রুত তদন্ত ও জবাবদিহির মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে ক্ষতিগ্রস্তদের অর্থ ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া।

এই বিভাগের আরোও খবর

Logo