ঝিনাইদহে এনসিপির সমাবেশ, আসছেন নাহিদ-হাসনাত-সারজিস

মোঃ রাসেল হোসেন প্রকাশিত: ১০ জুলাই , ২০২৫ ১৬:০১ আপডেট: ১০ জুলাই , ২০২৫ ১৬:০১ পিএম
ঝিনাইদহে এনসিপির সমাবেশ, আসছেন নাহিদ-হাসনাত-সারজিস

ঝিনাইদহে প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বুধবার (৯ জুলাই) বিকেল ৪টায় জেলা শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বর মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান।
সদস্য সচিব বলেন, এখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ মেহেরপুর জেলায় অবস্থান করছেন। সেখান থেকে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে পথসভা করে দুপুরের পরে ঝিনাইদহে প্রবেশ করার কথা রয়েছে।
শহরের বিভিন্ন প্রধান প্রধন সড়ক ঘুরে দেখা যায়, রাস্তার বিভিন্ন স্থানে ও মোড়ে মোড়ে নেতৃবৃন্দের ছবি সম্বলিত ব্যানার সাটানো হয়েছে। শহরের পায়রা চত্বরে বিশাল এক মঞ্চ বানানো হয়েছে। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মাহসড়ক গেট বানানো হয়েছে নেতৃবৃন্দকে স্বাগতম জানানোর জন্য।
জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান আরও বলেন, সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, ডাক্তার তাসনীম জারা, সারজিস ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঝিনাইদহের কৃতি সন্তান তারেক রেজাসহ বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতাদের।
তিনি আরও জানান, পায়রা চত্বরের সমাবেশ শেষ করে নেতৃবৃন্দ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাব্বিরের বাড়ি শৈলকূপায় যাবেন। সেখান থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সভা করে আজ রাতে ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলা চত্বরে আরও এক পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে ।
এদিকে, এনসিপির সমাবেশ ও পদযাত্রাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। শহরের মোটরসাইকেল মিছিলসহ বিভিন্ন অনুষ্ঠানিকতা চলছে।

এই বিভাগের আরোও খবর

Logo