চট্টগ্রামে রেলওয়ের জমি দখলের অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে

আহমদ উল্লাহ প্রকাশিত: ৯ জুলাই , ২০২৫ ১৬:২১ আপডেট: ৯ জুলাই , ২০২৫ ১৬:২১ পিএম
চট্টগ্রামে রেলওয়ের জমি দখলের অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে

চট্টগ্রাম নগরীর রেলওয়ের মূল্যবান জমি জবরদখল করে ঘর ও দোকান নির্মাণের অভিযোগ উঠেছে যুবদল সংশ্লিষ্ট দুই নেতার বিরুদ্ধে। স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে রেলওয়ের জমি দখলের এই ঘটনায় এলাকায় ক্ষোভ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
অভিযুক্তরা হলেন চট্টগ্রাম মহানগর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন এবং নিউ শহীদ লেইন ইউনিট যুবদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রাসেল।
স্থানীয় সূত্র জানায়, নগরীর আকবর শাহ থানাধীন জাকির হোসেন রোড সংলগ্ন পাহাড়ীকা সিএনজি পাম্পের পাশে, নিউ শহীদ লেইন স্কুলের গলির মুখে এই দখলদারির ঘটনা ঘটে। সেখানে রেলওয়ের কর্মচারীদের কোয়ার্টারের সামনের খালি জায়গায় একটি সংঘবদ্ধ চক্রের নেতৃত্বে আধাপাকা ঘর ও দোকানপাট নির্মাণ করা হচ্ছে।
স্থানীয়রা জানান, দেলোয়ার ও রাসেলের নেতৃত্বে একটি প্রভাবশালী গোষ্ঠী দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি ও কোয়ার্টার দখল করে আসছে। যদিও এসব সম্পত্তি সরকারী মালিকানাধীন এবং বাংলাদেশ রেলওয়ের অন্তর্ভুক্ত।
নগরবাসীর উদ্বেগ ও প্রশাসনিক নীরবতা
সরকারি জমিতে এ ধরনের অবৈধ দখল ও স্থাপনা নির্মাণের ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তারা অভিযোগ করছেন, রাজনৈতিক পরিচয়ের কারণে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
রেলওয়ে কর্তৃপক্ষের বক্তব্য অনুপস্থিত
এ বিষয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
চট্টগ্রাম নগরীতে রাজনৈতিক ছত্রছায়ায় রেলওয়ের জমি দখলের অভিযোগ নতুন নয়। তবে এই ধরনের দখলদার চক্র যদি দমন না করা হয়, তাহলে রেলওয়ের অবকাঠামো ও সরকারী সম্পত্তির অপব্যবহার আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট সচেতন মহল। 

এই বিভাগের আরোও খবর

Logo