নোয়াখালী জেলার সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম মিজানুর রহমানকে পুরুস্কৃত করেছে বাংলাদেশ পুলিশ। এস এম মিজান সেনবাগ থানায় যোগদানের পর থেকে উপজেলার আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন সততা-ন্যায়পরায়নতার সাথে পেশাদারিত্বে চৌকষ, দূরদর্শীতা ও প্রজ্ঞাময় মেধার স্বাক্ষর রেখে ওসি মিজানুর রহমান সেনবাগ উপজেলার সর্বস্তরের মানুষের আস্থা ও নিরাপত্তার আশ্রয়স্থলে পরিনত হয়েছেন। এস এম মিজানুর রহমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মামলা নিষ্পত্তিতে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট ও নগদ অর্থ পুরুষ্কৃত করেন।
২৪ এপ্রিল'২৫ ইং বৃহস্পতিবার সকাল ১১ টায় নোয়াখালী জেলা পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল মনিরুল হক হলে অনুষ্ঠিক মাসিক কল্যান সভায় ওসি মিজানুর রহমানকে সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়। বছরের অপরাধ দমন ও সার্বিক মূল্যায়ন এবং বিশেষ কার্যক্রমের ভিত্তিতে পুলিশ কর্মকর্তাদেরকে এ পুরুস্কারে ভূষিত করা হয়। পুরুষ্কার তুলে দেন কল্যান সভার সভাপতি জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্ -আল-ফারুক। অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নোয়াখালী, মোহাম্মদ ফয়েজ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নোয়াখালী, আ, ন, ম, ইমরান খান, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), নোয়াখালী, মনীষ দাশ, সহকারি পুলিশ সুপার(চাটখিল সার্কেল)
উক্ত মাসিক কল্যাণ সভায় মার্চ/২০২৫ খ্রিঃ বছরের অপরাধ দমন ও সার্বিক মূল্যায়ন এবং বিশেষ কার্যক্রমের ভিত্তিতে ২৬ (ছাব্বিশ) জন অফিসার ও ফোর্সগন'কে সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার। এসময় নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল থানার অফিসার ইনচার্জ/ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষনিক সমাধানসহ বাকি সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। পুলিশ সুপার অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ডিউটি করার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখাসহ স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি জনসাধারণের সাথে উত্তম ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।
ওসি মিজানুর রহমান পেশাদারীত্বে পুরুস্কৃত হওয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, যেকোন পুরুস্কার বা অর্জন সবাইকে আপ্লুত করে, অনুপ্রানিত করে ঠিক, কিন্তু পুরুস্কারের আশায় নয়, পেশাদারিত্বের প্রতি আনুগত্য প্রদর্শনপুর্বক দায়িত্ব নিষ্ঠার সাথে কাজ করলে স্বিকৃতি মিলবেই।
জেলা পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে এ পুরুস্কারে ভূষিত করা হয়। অপরাধ দমন ও আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরুস্কৃত হয়েছেআ সাতক্ষীরা থানার ওসি মো: শামিনুল হক। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল সেডে অনুষ্ঠিত জেলা পুলিশের কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসির সন্মাননা পুরুস্কার তুলে দেন সাতক্ষীরা থানার ওসি শামিনুল হকের হাত। কল্যাণ সভার শুরুতেই অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল), বিগত মাসের কার্যবিবরণীর গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন সমূহ উপস্থাপন করেন। সভায় পুলিশ সুপার সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষনিক সমাধানসহ বাকি সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। পুলিশ সুপার অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ডিউটি করার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখাসহ স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি জনসাধারণের সাথে উত্তম ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। এসময় নির্দিষ্ট ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার। সভায় অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জেলা ডিবির ওসি নিজাম উদ্দিন মোল্যাকেও সন্মাননা ক্রেস্ট প্রদান করেন ।